হাসান তারেক

হাসান তারেক

মূল নাম : মো. হাসান তারেক লস্কর, জন্ম তারিখ : ০১ জানুয়ারি ১৯৮৯ ইং, জন্মস্থান : ঢাকা, বাংলাদেশ, শিক্ষা : ২০১৭ সালে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এলএলবি পাস করেন। ২০১৯ সালে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এলএলএম পাস করেন। পিতা-ডা. ইদ্রিস লস্কর, মাতা-নাজমা বেগম। হাসান তারেকের গল্প সমাজ সচেতন ও প্রগতিশীল ভাবধারার শৈল্পিক ফসল মাত্র। তার মূল উদ্দেশ্য মানুষের মাঝে মানবিক শক্তিকে সজাগ করা। তার কর্মগুলো জীবনের অর্থ সন্ধানের কিছু প্রয়াসমাত্র। তার প্রতিটি গল্পে জীবনের কিছু শিক্ষণীয় দিক তুলে ধরার প্রচেষ্টা চালিয়েছেন। এই শিক্ষাগুলো তিনি তার জীবনবাস্তবতার মাধ্যমে পেয়েছেন। তিনি প্রচুর কবিতাও লিখেছেন। ২০২০ সালের ফেব্রæয়ারি মাসে তার প্রথম কবিতার বই ‘বিজয়ের মন্ত্র’ প্রকাশিত হয়। ২০২২-এর বইমেলায় প্রকাশিত হয় দ্বিতীয় বই ‘মাত্রা’। ‘মাত্রা’ একটি সাইকোলজিক্যাল থ্রিলার বই। বইটি মূলত তিনটি সাইকোলজিক্যাল থ্রিলারের সমন্বয়ে গঠিত।

হাসান তারেক এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon